আর্কাইভ থেকে ক্রিকেট

দিপু ও মুশফিককে দলে নেওয়ার কারণ জানালেন নান্নু

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান। ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি পরিচিত নাম নন দিপু ও মুশফিক।

দিপুর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০২১ সালে। সদস্য ছিলেন ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলেরও। উইকেটে সময় নিয়ে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করার দারুণ সামর্থ্য রয়েছে প্রতিভাবান তরুণ এই ক্রিকেটারের। ২০টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ১২৬৫ রান করেছেন দিপু। যার মধ্যে আছে ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি।

অন্যদিকে, ২০ বছর বয়সী মুশফিককে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ম্যাচে ৪৯ উইকেট পেয়েছেন এই তরুণ প্রতিভাবান।

দুজনকে দলে নেওয়ার প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, 'দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ের খেলেছে। এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল। ‘এ’ দলের খেলায়ও যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী ওরা দুজনই সুযোগ পেলে ভালো করবে।'

বাংলাদেশের দল

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

এ সম্পর্কিত আরও পড়ুন