আর্কাইভ থেকে বাংলাদেশ

১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩০

২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশে ৬৮৮টি রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৩০ জন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৬৭ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৯ ডিসেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেসরকারি এ সংস্থাটি বলেছে, এসব সহিংসতার ঘটনায় ৮ হাজার ৫৯৪ জন আহত হয়েছেন।

একই সময়ে ১ হাজার ২৪৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের চেষ্টা হয়েছে ২৮৬টি আর ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে ৪৬টি। ধর্ষণ-পরবর্তী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৯ জন।
একই সময়ে ২১৩ নারী স্বামীর নির্যাতনে নিহত হয়েছেন।

১১ মাসে ৫৪৭ শিশু হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে যার মধ্যে ১২৮ জনের বয়স ছয় বছরের নিচে। ৭-১২ বছর বয়সী শিশুর সংখ্যা ১২৫ জন। এসব ঘটনায় ২১৯টি মামলা হয়েছে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন