আর্কাইভ থেকে ফুটবল

আক্ষেপ নিয়ে মেসিকে বিদায়ী বার্তা দিলেন নেইমারের

মেসি ও নেইমারের বন্ধুত্বের গল্প নতুন নয়। দীর্ঘ সময় বার্সেলোনায় এক সঙ্গে খেলেছিলেন এই দুই তারকা ফুটবলার।  এরপর নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিলে ভেঙ্গে যায় দুজনের জুটি। তবে বিধাতার লিখন আরও একবার এক করে এই দুই আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ানকে।

২০২১ সালে মেসি পিএসজিতে আসলে নতুন করে শুরু হয় মেসি-নেইমারের জুটি।  কিন্তু গতকাল আনুষ্ঠানিক ভাবে মেসি পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন। মেসির বিদায়ে বন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার। করেছেন আক্ষেপও।

 

রোববার  (৪ জুন) নেইমার মেসির উদ্দেশ্যে লিখেছেন “ভাই.. এটা আমরা যেমন ভেবেছিলাম তেমন হয়নি। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। তোমার সাথে আরো ২ বছর কাটাতে পারাটা খুব আনন্দের ছিল। শুভ কামনা তোমার নতুন মঞ্চে এবং সুখী হও। আমি তোমাকে ভালোবাসি।”

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন