রাজ একটু সংযত হোন, লাইভের সব কথার উত্তর দেবো : পরীমণি
চিত্রনায়ক গেলো ২৯ মে চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁসের ঘটনার পর আলোচনায় কেন্দ্রে এসেছে রাজ ও তার স্ত্রী পরীমণির সম্পর্ক এখন কোন পর্যায়ে।
এরই মাঝে রোববার এক সংবাদ মাধ্যমের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে এসব নিয়েই নানা প্রশ্নের উত্তর দিয়েছেন রাজ। জানিয়েছেন, পরীর সঙ্গে আর সংসার সম্ভব নয়। সেই সঙ্গে নিজেদের দাম্পত্য কহল নিয়ে পরীমণি বটেই, সাংবাদিকদেরও কিছুটা দোষারোপ করলেন এই অভিনেতা।
পরীমণি তার ফেসবুক পেজে লিখেছেন-
Sara Fairuz Zaima আপু, আপনার এই প্রফেশনাল ম্যানারিজমটাকে অ্যাপ্রিশিয়েট করতেই হবে।
কি দারুন! 👏
কিন্তু Md Sariful Razz, আপনি একটু সংযত হতেই পারতেন। সামনে বসে থাকা একজন নারী উপস্থাপক এতো ভদ্রতার সাথে আপনাকে প্রশ্ন করছেন, কথা বলছেন অথচ আপনি অসভ্য এবং উগ্রতার সাথে তর্ক করার মতো করে কথা বলে যাচ্ছেন! আপনাদের বন্ধুদের একান্ত মূহুর্তের সেই সব বাজে, নোংড়া ভাষা (ফাকিং) আপনি সেটাও বলে ফেল্লেন! আবার ‘ফর এন এক্সাম্পল’ বলে সামনে বসা নারীকে আপনার ওয়াইফ হিসেবে দার করে কিছু ব্যাখা দেয়া একজন নারীকে বিব্রত করতে পারে এটা বোঝেন না?
আপনার কালকের লাইভের সব কথার উত্তর আপনাকে আজ লাইভেই দেব।
ততোক্ষণ সুস্থ এবং স্বাভাবিক মস্তিস্কে থাকার চেষ্টা করবেন অব্যশই। 😊