বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চিলাদি গ্রামের উদানিয়া বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে মো. রিপন (৩৬) ও পাঁচতুপা গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু বক্করের ছেলে মো. নাছির উদ্দিন (২৮)। এসময় মো. নুর হোসেন (২৭) নামে আরও একজন গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি উত্তর পাড়ায় আবুল খায়ের নামে এক ব্যক্তির দোকান নির্মাণের জন্য পিলার পাইলিংয়ের কাজ করছিলেন ওই শ্রমিকরা। কাজের এক পর্যায়ে রাজমিস্ত্রী রিপন ও নাছির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।