পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা দরকার: তথ্যমন্ত্রী
বাংলাদেশের পরিবেশ রক্ষা করতে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (৫ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ -এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ আয়তনে ছোট সেইসাথে মাথাপিছু জমিও সর্বনিম্ন। তাই এর সর্বোত্তম ব্যবহার প্রয়োজন।
এছাড়াও মন্ত্রী বলেন, থাইল্যান্ডে সাগরে প্লাস্টিকের কারণে মাছ পাওয়া যাচ্ছে না। বঙ্গোপসাগরেও প্লাস্টিক পাওয়া যাচ্ছে। তাই সাধারণ মানুষকে প্লাস্টিক ব্যবহার বন্ধ করে, এ বিষয়ে সচেতন হবার আহ্বান জানান তিনি।
এসময় পরিবেশ ও বন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ২০২৫ সালের মধ্যে ৩৬ শতাংশ বনায়নের আওতায় আনার কার্যক্রম চলছে। দেশে বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান তিনি।