আর্কাইভ থেকে ফুটবল

মেসির বার্সায় ফেরা নিয়ে যে সুখবর দিলেন তাঁর বাবা

লিওনেল মেসির নতুন গন্তব্য নিয়ে প্রতিনিয়ত ভাসছে নানা খবর।  সাম্প্রতিক সময়ে বেশি উচ্চারিত হচ্ছে সৌদি ক্লাব আল হিলালের নাম। এছাড়া মেসিকে পাওয়ার দৌড়ে আছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিও।

কদিন আগে সংবাদ মাধ্যম স্পোর্ত জানিয়েছিল, চুক্তির বিষয়ে আল হিলালের সঙ্গে সমঝোতায় পৌঁছে গেছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি।

মেসির সৌদি ক্লাবে পাড়ি জমানো নিয়ে যখন আলোচনা সরগরম, ঠিক সেই মুহূর্তে আবারো ‘গরম’ খবর বার্সেলোনা ফেরা নিয়ে।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজো রোমানো জানিয়েছেন, লিও মেসির বাবা হোর্হে মেসি প্রেসিডেন্ট লাপোর্তার সাথে দেখা করার পর বার্সায় ফিরে কথা বলেছেন।  মেসির বাবা জানিয়েছেন, “লিও (মেসি) বার্সেলোনায় ফিরতে চায় এবং আমি তাকে বার্সেলোনায় ফিরে দেখতে চাই। আমি বলতে পারি যে আমরা আত্মবিশ্বাসী, বার্সেলোনা অবশ্যই একটি বিকল্প। আপনি শীঘ্রই ভবিষ্যত জানতে পারবেন”।

ফ্যাব্রিজো আরও জানিয়েছে,  মেসির শিবির এবং লাপোর্তার মধ্যে বৈঠকটি খুবই ইতিবাচক ছিল এবং লা লিগা অবশেষে বার্সেলোনার আর্থিক ফেয়ার প্লে-এর জন্য উপস্থাপিত পরিকল্পনা অনুমোদন করেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন