তুরস্ক সফর শেষে ঢাকার পথে রাষ্ট্রপতি
পাঁচ দিনের তুরস্ক সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
মঙ্গলবার (৬ জুন) রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট তুরস্কের স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে আঙ্কারা ইসেনবোগা বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি অ্যাম্বাসেডর ওইয়া তুঙ্গা চাগলি ও আঙ্কারার ডেপুটি গভর্নর মুরাত সয়লু।
এর আগে রাষ্ট্রপতি তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত বৃহস্পতিবার (১ জুন) রাতে আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।