আর্কাইভ থেকে ক্রিকেট

এশিয়া কাপ আয়োজন নিয়ে বাংলাদেশের ওপর আফ্রিদির ক্ষোভ

এশিয়া কাপ আয়োজন নিয়ে নাকটকীয়তার শেষ হচ্ছে না। এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তবে রাজনৈতিক ইস্যুতে ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছে। এদিকে এশিয়া কাপ আয়োজনের জন্য হাইব্রিড মডেল দাঁড় করিছে পাকিস্তান।

প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, এশিয়া কাপের প্রথম চার ম্যাচ পাকিস্তানে আয়োজনের পর টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সে প্রস্তাবে অবশ্য বেঁকে বসেছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা।

সম্প্রতি বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এই গরমে এশিয়া কাপ খেলতে রাজি নন ক্রিকেটাররা। এই বিষয়ে বাংলাদেশের ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে আফ্রিদি জানান, ‘পেশাদার ক্রিকেটাররা আবহাওয়া দেখে খেলে না। আমাদের সকাল ১০টায় শারজাহতে ম্যাচ খেলতে হয়েছে। আমরা বাউন্ডারি লাইনে দাঁড়ালে ক্লান্ত হয়ে যেতাম। খুব গরম ছিল তখন। এটা থাকবেই। কিন্তু সেটা দিয়ে বোঝা যায়, আপনার ফিটনেস কোন লেভেলের। আমিরাতে প্রচণ্ড গরম, এভাবে বলে তো অজুহাত দেওয়াই যায়।’

এদিকে ভারতীয় গণমাধ্যমে তথ্য মতে, টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল একবাক্যে খারিজ করে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। বিকল্প ভেন্যু হিসেবে একমাত্র শ্রীলঙ্কাতেই এশিয়া কাপ আয়োজন হতে পারে। দ্বীপরাষ্ট্রটি এশিয়া কাপ আয়োজনে প্রস্তুত আছে বলেও জানিয়েছে তারা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন