ছাত্র সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে
মাদককে না বলি, অপরাধমুক্ত সমাজ গড়ি এ স্লোগান কে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউসুফগঞ্জ ছাত্র সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে পূর্বাচল উপশহরের ১১নং সেক্টরের কুমারটেক এলাকায় এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়ার সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলী।
উক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন সূচনা এন্টারপ্রাইজের চেয়ারম্যান সালাউদ্দিন খান, যুবলীগ নেতা আবু তাহের সন্ঞ্চালনায় এ সয়ম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার,রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া,আলী হোসেন,আওয়ামলীগ নেতা নবী হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ আবু সাহিদ, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান,যুবলীগ নেতা নুরুজ্জামান, আমিনুর ভূঁইয়া প্রমুখ।
খেলায় ইউসুফগঞ্জ বন্ধু একাদশকে ২-১ পরাজিত করে বিজয়ী হয় বাড়িয়াছনি বন্ধু একাদশ।