আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশাল সিটি নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে বসছে ক্যামেরা

আসছে সোমবার (১২ জুন) বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন। এর আগে শনিবারের মধ্যে বিসিসির নির্বাচনে সব কেন্দ্র ও কক্ষে ক্যামেরা বাসনো শেষ হবে। গেলো ৭ জুন (বুধবার) থেকে কেন্দ্রে কেন্দ্রে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়। বিষয়টি জানিয়েছেন ক্যামেরা বসানো কমিটির আহ্বায়ক ও নেছারবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিন শরীফ।

মো. শাহিন শরীফ বলেন, গেলো বুধবার থেকে বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। আগামী শনিবারের মধ্যে ক্যামেরা বসানোর কাজ শেষ করা হবে। রোববার (১১ জুন) ট্রায়াল দেয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে ৮৯৪টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোট কক্ষে একটি করে ও প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুটি করে ক্যামেরা বসানো হবে। এতে মোট ১ হাজার ১৪৬টি ক্যামেরা থাকবে।

বরিশাল সিটি নির্বাচনের ভোট আগামী ১২ জুন। এতে ৭ মেয়র, ১১৯ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী ভোটার রয়েছেন।

প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নগরীর ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন