চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক থেকে বাদ পাকিস্তান!
এশিয়া কাপ আয়োজন নিয়ে এখনও কোনো সমাধানে পৌঁছাতে পারে নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে কি না এই ধোঁয়াশার মধ্যে আরও খারাপ খবর পেল পাকিস্তান।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু দেশটির স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ থেকেও বাদ পড়তে পারে পাকিস্তানের নাম।
পাকিস্তানের পরিবর্তে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি গড়াতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের। বিশ্বকাপের পরিবর্তে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারে।
অন্যদিকে, পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাওয়ায় তাদেরকে ক্ষতিপূরণ দিতেও রাজি আইসিসি। ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের পরিবর্তে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ হতে পারে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে।
এস