আর্কাইভ থেকে জনদুর্ভোগ

পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

পঞ্চগড়ে গেলো এক মাসেও দেখা মেলেনি বৃষ্টির। বৃষ্টিপাত না হওয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।

শুক্রবার (০৯ জুন) সকাল নয়টার দিকে পঞ্চগড় কেন্দ্রীয় ইদগাহ ময়দানে পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম এই নামাজের আয়োজন করেন। পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিমের ইমামতিত্বে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় পঞ্চগড় বাজার জামে মসজিদের পেশ ইমাম ওমর ফারুক, হাফেজ মীর মোর্শেদ তুহিন এবং স্থানীয় ওলামায়ে কেরাম সহ প্রায় জেলা শহরের বিভিন্ন এলাকার তিন শতাধিক মুসুল্লি এই নামাজে অংশ নেন।

নামাজ শেষে বিশেষ খোতবার পর বৃষ্টির জন্য কেঁদে কেঁদে মুনাজাত করা হয়। তীব্র তাপদাহে জনজীবনে দূর্ভোগ নেমে আসে পঞ্চগড়ে। রোদের তীব্রতায় গরমে অতিষ্ঠ হয় জেলার মানুষজন। বৃষ্টির আশায় এই ইসতিসকার নামাজের আয়োজন করা হয় ।

পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম বলেন, মহান আল্লাহর কাছে আমরা দুহাত তুলে কেঁদে কেঁদে মোনাজাত করেছি। মহান মালিকের কাছে এই খরতাপ ও তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে বৃষ্টি প্রার্থনা করেছি। নিশ্চয়ই মহান আল্লাহ আমাদের কথা শুনবেন।

এএম

 

এ সম্পর্কিত আরও পড়ুন