আর্কাইভ থেকে এশিয়া

প্রেমিকের ট্যাংক থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার

প্রেমিকাকে খুন করে তার দেহ নিজেরই বাড়ির ট্যাংকে লুকিয়ে রাখার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম অরবিন্দ। শুক্রবার তার বাড়ির ট্যাংক থেকে রাজ কেশর নামে বছর পঁয়ত্রিশের মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের।

পুলিশ অফিসার বিশ্বজিৎ সিংহ জানিয়েছেন, যমুনাপার কর্ছনা থানা এলাকার মাহেওয়ায় থাকতেন অভিযুক্ত অরবিন্দ। সেখানে তার একটি নির্মীয়মাণ বাড়ি থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে। ১৪ দিন ধরে নিোঁজ ছিলেন রাজ।

গেলো ৩০ মে রাজের পরিবার পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি করে। তার পর থেকেই রাজের খোঁজ চালাচ্ছিল পুলিশ। তদন্তে নেমে তারা জানতে পারে মাহেওয়াতে এক যুবকের সঙ্গে প্রায়ই দেখা যেত রাজকে। শেষ বার দেখা গিয়েছিল ১৪ দিন আগে। তদন্তে অরবিন্দের নাম উঠে আসায় শুক্রবার তার বাড়িতে হানা দেয় পুলিশ।

পুলিশ জানায়, অরবিন্দ তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই কথায় অসঙ্গতি লক্ষ্য করেন তদন্তকারী। এরপরই অরবিন্দকে সঙ্গে নিয়ে তার নির্মীয়মাণ বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তখনই বাড়ির একটি ট্যাঙ্ক থেকে রাজের দেহ উদ্ধার করে পুলিশ।

অরবিন্দের কাছ থেকে রাজের একটি ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই ফোনের কল ডিটেল খতিয়ে দেখে পুলিশ। কী কারণে রাজকে খুন করেছেন অরবিন্দ, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন