রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রী বহনকারী সিএনজি চালিত অটোরিক্সা ও গরু বহনকারী ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
নিহত মকুল হোসেন (৫০) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সেনগাতি গ্রামের মজিবুর রহমানের ছেলে।
আজ শনিবার (১০ জুন) বিকেল ৩টার দিকে চান্দাইকোনা-ধানগড়া আঞ্চলিক সড়কের রায়গঞ্জ বিএম এ্যান্ড টেকনিক্যাল কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি যানবাহন একই স্থানে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সায় থাকা মকুলের ডানহাত বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনাস্থলে মকুলের প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় রায়গঞ্জ ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়।
রায়গঞ্জ থানার এসআই রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পরেই স্থানীয় লোকজন মকুলকে উদ্ধার করে রায়গঞ্জ স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ভটভটিটি থানায় আটক রয়েছে।