শেখ হাসিনার সরকারের ওপর আস্থা রাখতে বললেন জয়
লোডশেডিংয়ের দুর্ভোগ থেকে জনগণকে মুক্তি দিতে কাজ চলছে জানিয়ে শেখ হাসিনার সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শনিবার (১০ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুকে ওয়ালে একটি ভিডিও পোস্ট করেন জয়। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘দেশজুড়ে লোডশেডিং শূন্যের কোঠায়। গত ৮ জুন থেকে সারাদেশে ব্যাপকহারে কমেছে লোডশেডিং। আস্থা রাখুন শেখ হাসিনার প্রতি। জনগণের সেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।’
বিদ্যুৎ পরিস্থিতি বিষয়ক ওই ভিডিওতে জানানো হয়, ‘৯ জুন লোডশেডিং একেবারে শূন্যের কোটায় নেমে আসে। এদিন বিদ্যুৎ উৎপাদন হয় ১২ হাজার ৫৬৮ মেগাওয়াট। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরে লোডশেডিং একেবারেই ছিল না। কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে উৎপাদনে ঘাটতি হলেও লোডশেডিং দেয়নি জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টার। ঘাটতি ছিল মাত্র ১.০১ শতাংশ। আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি। যেকোনো সংকট মোকাবিলায় আমাদের একজন শেখ হাসিনা আছেন। জনগণের সেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।’