অবশেষে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত
এশিয়া কাপের ১৬তম আসরের আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু নিরাপত্তা জনিত ইস্যু দেখিয়ে ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছিল। ভারতের আপত্তি থাকায় পাকিস্তান দাঁড় হাইব্রিড মডেলের প্রস্তাব।
অবশেষে পাকিস্তানের দেয়া সেই হাইব্রিড মডেলের অনুমোদন দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
আরও পড়ুনঃ মেয়েদের জ্বালাতনে হাসান মাহমুদকে বিয়ে দিচ্ছেন বাবা
নিরাপত্তা কারণে ভারত পাকিস্তানে খেলতে রাজি নয় । তাই তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব দিয়ে আসছিল পাকিস্তান। তবে বাংলাদেশ-ভারতসহ অন্য দেশগুলোর সমর্থন না থাকায় সেই প্রস্তাব গ্রহন হয় নি।
আরব আমিরাতে না হলেও এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি পাকিস্তানের সঙ্গে সহযোগী আয়োজক হিসেবে শ্রীলঙ্কাকে রেখেছে।
এতে করে এবারের আসরে ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলার জন্যও যেতে হবে লঙ্কায়। এমনকি ভারত যদি ফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচটিও হবে লঙ্কান দ্বীপপুঞ্জে।
রোববার ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
🚨 PCB's proposed hybrid model for the Asia Cup is likely to be approved by the ACC, with Sri Lanka being the neutral venue for India's matches
ESPNcricinfo understands that an official announcement is likely after the weekend 👉 https://t.co/lsgFssLQ0Z pic.twitter.com/KjvOzlMaxs
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 11, 2023
হাইব্রিড মডেল বাস্তবায়িত হওয়ায় আয়োজক হয়েও মাত্র ৪ থেকে ৫টি ম্যাচ খেলা হবে পাকিস্তানে। চলতি সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে এসিসির পক্ষ থেকে। ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বরের স্লট রাখা হয়েছে ৫০ ওভারের এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য।