দেশে করোনা শনাক্ত ১৫১ জন
সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত) ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪২ জনই আক্রান্ত হয়েছেন ঢাকায়। তবে এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ পর্যন্ত ২০ লাখ ৪০ হাজার ৪৭০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৬৯৮ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৫১ জন।
রোববার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেলো ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৫।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে। তিন বছর পর গত মাসে করোনাভাইরাসের কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।