আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের টিকিটের দাম নির্ধারণ

আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বনিম্ন ১০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে। এছাড়া সাউথ স্ট্যান্ড/নর্থ স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১০০০ টাকায় পাওয়া যাবে।

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের লড়াই মাঠে বসে উপভোগ করতে এবারও অনলাইনে টিকিট কাটার সুবিধা রেখেছে বোর্ড। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://ticket.tigercricket.com.bd/ থেকে অনলাইনে টিকিট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

১২ জুন দুপুর ২টা থেকে শুরু হবে অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া। দর্শকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর থাকা লাগবে টিকিট কিনতে হলে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশের টিকিট বুথ থেকে অনলাইনে ক্রয় করা টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করা যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন