আর্কাইভ থেকে দেশজুড়ে

কুড়িগ্রামে অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু

কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে বিভাগীয় পর্যায়ে ‘ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা’ শুরু হয়েছে। 

শনিবার সকালে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক এডভোকেট আহসান হাবীব নীলু, সদস্য সচিব মাহমুদুন নবী মুন্না প্রমুখ।

প্রতিযোগিতায় রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও ঠাকুরগাও জেলা দল নিয়ে ৪টি দল গঠন করা হয়েছে। উদ্বোধনী খেলায় লালমনিরহাট ও গাইবান্ধা জেলা দল পরস্পরের মুখোমুখী হয়। 

নির্ধারিত ৪০ ওভারের খেলায় টসে জিতে লালমনিরহাট জেলা দল ২৬ ওভারে সবকটি ইউকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। জবাবে গাইবান্ধা জেলা দল নির্ধারিত ৪০ ওভারে সবকটি ইউকেট হারিয়ে ৬৭ রানে অলআউট হয়। লো স্কোরিং ম্যাচে লালমনিরহাট জেলা দল ৯ রানে জয়লাভ করে। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন