নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা
নরসিংদীর রায়পুরার নিলক্ষার আতশআলী বাজারে আব্দুল করিম (৪৫) নামে এক নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত নৈশ প্রহরী করিম নীলক্ষার সোনাকান্দি গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।
রোববার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার নীলক্ষার আতশআলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কে বা কারা তাকে এভাবে খুন করল, বুঝতে পারছি না। রাত আনুমানিক ১-৩টা সময় খুনের ঘটনাটি দুর্বৃত্তরা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। আমরা এ খুনের যথাযথ বিচার চাই।
নীলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান শামীম জানান, ঘটনাটি আমি সকালে জেনেছি। রাত কয়টা বাজে, কখন,কারা ঘটিয়েছে জানিনা। পুলিশ ঘটনাস্থলে আছেন। তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করছেন।
এ ব্যাপারে রায়পুরা থানার উপপরিদর্শক আব্দুস সালাম খান জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মুখমণ্ডল সহ শরীরে অসংখ্য রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শেষে কিভাবে, কারা ঘটিয়েছে জানা যাবে।