আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে আরেকজন ওমিক্রনে আক্রান্ত: জিআইএসএআইডি

বাংলাদেশে আরও একজন করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) এই তথ্য জানিয়েছে। দেশে করোনার জিনোম সিকোয়েন্স ডেটা নিয়ে কাজ করে তারা।

প্রতিষ্ঠানটিতে জমা পড়া এক পুরুষের নমুনায় ওমিক্রন শনাক্ত হয়। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে জিআইএসএআইডির ওয়েবসাইটে এই তথ্য পাওয়া গেছে।

এর আগে দেশে দুইজনের শরীরে কোভিড-১৯ এর নতুন ধরন শনাক্ত হয়। তারা ছিলেন দক্ষিণ আফ্রিকার পাশের দেশ জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য। গত ১১ ডিসেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিষয়টি নিশ্চিত করেন।

সে হিসাবে এ নিয়ে দেশে মোট তিনজনের দেহে করোনার অতি আগ্রাসী ধরন ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেলো। আগের দুইজন মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়েন তারা। এখন উভয়ই সুস্থ আছেন।

উল্লেখ্য, ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে পাঠানো করোনার জিনোমিক ডেটা জমা রাখছে জিআইএসএআইডি। তারা বলছে, সবশেষ ওমিক্রন শনাক্ত ওই ব্যক্তির নমুনা গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়। তার বয়স ৫৬ বছর। তিনি রাজধানীতেই আছেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন