আর্কাইভ থেকে ক্রিকেট

জিম্বাবুয়েতে হোটেলের মেঝে বসে থাকতে হলো লঙ্কান ক্রিকেটারদের

আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের শুরু হবে আগামী রোববার (১৮ জুলাই) থেকে। বাছাইপর্বে অংশ নেওয়া সেই ১০ দলের একটি শ্রীলঙ্কা। বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিতের মিশনে ইতোমধ্যেই তারা পৌঁছে গেছে জিম্বাবুয়েতে।

কিন্তু রোডেশিয়ানদের দেশে লঙ্কানদের প্রথম দিনে মুখোমুখি হতে হলো বাজে অভিজ্ঞতার। কেননা টিম হোটেলে পৌঁছে রুম না পেয়ে প্রায় তিন ঘণ্টা তাদের কাটাতে হয়েছে হোটেলের মেঝেতে।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে রুম না পেয়ে ক্লান্ত লঙ্কান ক্রিকেটার লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, কাসুন রাজিতারা মেঝেতেই বসে পড়েন। ইতোমধ্যেই তাদের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

হোটেল কর্তৃপক্ষের চেক ইন প্রক্রিয়ার কার্যাবলী দেরিতে সম্পন্ন হওয়ায় ঘটেছে এ ঘটনা।

হোটেল কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কা দল রোববার দুপুরে হোটেলে পৌঁছায়। দায়িত্বরত কর্তৃপক্ষ হোটেলে প্রবেশের আগেই দল ঢুকে যাওয়ায় এমন বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাদের বিষয়টি জানানো হলে দ্রুত তারা ব্যবস্থা নেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন