আর্কাইভ থেকে খেলাধুলা

ব্যালন ডি’অর আমার কাছে আর গুরুত্বপূর্ণ নয়: মেসি

ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের মধ্যদিয়ে শেষ হয়েছে চলতি মৌসুমে উয়েফার সব খেলা। অবশ্য আগেই শেষ হয়েছিল ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলা।

পাঁচ লিগের খেলা ও উয়েফার আসরগুলো শেষ হওয়ার পর এবার আলোচনায় ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অর। কার হাতে উঠছে এবারের ট্রফিটি। ধারণা করা হচ্ছে এ ট্রফির জন্য মূলত লড়াইটা হবে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে ফুটবল বিশ্বকাপ এনে দেয়া লিওনেল মেসি ও গতরাতে চ্যাম্পিয়ন্স লিগ জেতা নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডের মধ্যে।

এদিকে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল এখন চীনে। ১৫ জুন বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলবে মেসিরা। এরপর ১৯ জুন ইন্দোনেশিয়ায় মুখোমুখিও হবে বিশ্বচ্যাম্পিয়নরা।

সেখানেই ব্যালন ডি’অর নিয়ে চীনের সংবাদ মাধ্যম টাইটান স্পোর্টসের কুইজের জবাবে মেসি বলেন, না, এটা আমার কাছে আর গুরুত্বপূর্ণ নয়। আমি সবসময় বলেছি, ব্যক্তিগত পুরস্কারগুলি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, তবে যৌথ পুরস্কারগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার হল বিশ্বকাপ, আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার।

ইতোমধ্যে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ এবারের ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। যেখানে ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হবে।

ফ্রান্স ম্যাগাজিন এখন পর্যন্ত তাদের বর্ষসেরাদের তালিকা প্রকাশ না করলেও পারফরম্যান্সের ভিত্তিতে ২০ জনের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম গোলডটকম। যেখানে প্রথম তিনজনের তালিকাতে রয়েছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পে। এমনকি ট্রফিটি জয়ের ক্ষেত্রে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন এ বিশ্বকাপজয়ী।

শেষ পর্যন্ত মেসি তার ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতবেন নাকি ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতবেন আর্লিং হালান্ড। তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।

সূত্র: গোলডটকম

এ সম্পর্কিত আরও পড়ুন