২১২ রানের জুটি ভেঙে ফিরলেন জয়
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে শুরুতে হোচট খায় বাংলাদেশ। মাত্র ৬ রানে প্রথম উকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের জুটিতে দারুণ ভাবে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ। মাত্র ১১৮ বল খেলে সেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত। তার সেঞ্চুরিতে বাংলাদেশের রান পেড়িয়েছে ২০০ উপরে।
শান্তর সাথে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন জয়ও। তবে ব্যক্তিগত ৭৬ রানে ফিরে যান তিনি। সেই সাথে ভেঙ্গে গেল ২১২ রানের জুটি।
এর আগে বুধবার (১৪ জুন) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আফগানিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে ফিরে যান জাকির হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৪১ রানে ক্রিজে আছে শান্ত নতুন ব্যাটার মমিনুল হকের রান সংখ্যা ১৩।