১৫০ রানের আগেই থামলেন শান্ত
ডাবল সেঞ্চুরি হলো না নাজমুল হোসেন শান্তর। ১৭৪ বলে ১৪৬ রান নিয়ে দারুণ ব্যাট করছিলেন তিনি। কিন্তু ৫৮তম ওভারে স্পিনার আমির হামজাকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন।
এতক্ষণ পর্যন্ত আক্রমণাত্মক শটগুলো ঠিকঠাক হলেও এবা আর হলো না। ২ ছক্কা ও ২৩ চারের ১৪৬ রানেই সন্তুষ্ট থাকতে হলো শান্তকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৮২ রান।
এর আগে বুধবার (১৪ জুন) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আফগানিস্তান।