ডাবল রানের খাতা খোলার আগেই বিদায় নিলেন লিটন
১৪৬ রানে নাজমুল হোসেন শান্ত ফিরে যাবার পর ক্রিজে আসেন লিটন কুমার দাস। মুশফির রহিমকে নিয়ে জুটি করতে গিয়ে ব্যর্থ আফগান টেস্টে টাইগারদের নেতৃত্ব দেওয়া লিটন। ১৫ বল খেলে ৯ রানে ফিরে গেলেন তিনি।
৬৪ তম ওভারে জহির খানের গুগলিতে লুপ ছিল দারুণ, তবে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালাতে গিয়ে লিটন তালুবন্ধি হন স্লিপে। ১৯ রানের মধ্যে আবারও উইকেট হারাল বাংলাদেশ, ২৯০ রানে ফিরে গেলেন ৫ ব্যাটার।
এর আগে বুধবার (১৪ জুন) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আফগানিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান।