পঞ্চগড়ের বোদায় সোনালী ব্যাংকের এটিএম বুথ চাল
সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আর্থিক লেনদেন সহজকরন জন্য স্বয়ংক্রিয় গণনা যন্ত্র (অঞগ) বুথ পঞ্চগড়ের বোদা উপজেলার মডার্ন মোড় এলাকায় গতকাল বুধবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। সোনালী ব্যাংকের এই এটিএম বুথ চালু হওয়ায় কার্ডধারী গ্রাহক এই সুবিধা পাবে। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, সোনালী ব্যাংক লিমিটেড ঠাকুরগাও অফিসের প্রিন্সিপাল ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, দেবিগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার আল জুবেরি ও সোনালী ব্যাংক বোদা শাখার ম্যানেজার শহীদুল্লাহ কাউসার।সোনালী ব্যাংক বোদা শাখার ম্যানেজার শহীদুল্লাহ জানান, গ্রাহকদের বিলম্বনার কথা ভেবে সোনালী ব্যাংক লিমিটেড এই কার্যক্রম চালু করে। এখন থেকে গ্রাহকরা ২৪ ঘন্টা এই সুবিধা পাবে।