আর্কাইভ থেকে দেশজুড়ে

দেশের পর্যটন শিল্পকে বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার : রেলপথ মন্ত্রী

দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এবং এই শিল্পের বিকাশে দেশী ও বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন জেলা পঞ্চগড় সহ সারা দেশের পর্যটন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন সহ নানা পরিকল্পনা বাস্তবায়নে প্রদক্ষেপ নিয়েছে সরকার।

গেলো মঙ্গলবার (১৪ জুন) পঞ্চগড় সার্কিট হাউসে এক সুধী সমাবেশে এ কথা বলেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.মাহবুব আলী এমপি বলেন, প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভুমি পর্যটক প্রিয় পঞ্চগড়ে দেশী ও বিদেশী পর্যপকদের নিরাপত্তা ও সুবিধার্থে এবং পর্যটন খাতে গতি আনতে পঞ্চগড়ে আধুনিক রিসোর্ড ও ফাইফ তারকা মানের মটেল নির্মাণ করা হবে।

এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো.আব্দুল হান্নান শেখ, জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন