আর্কাইভ থেকে জাতীয়

বাংলাদেশ কারো থেকে ঋণ নিয়ে বসে থাকে না : পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ কোনো রাষ্ট্রের উপনিবেশ নয়। তাই বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশ কারো থেকে ঋণ নিয়ে বসে থাকে না, বরং বেধে দেয়া সুদসহ পরিশোধ করে। বললেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

আইএমেফ এর কাছে আমরা বাধা নই উল্লেখ করে তিনি বলেন, আইএমেফ এর চাপে বাজেট হয়নি। এটা ভুল ধারণা।

ভ্যাটের বিষয়ে তিনি বলেন, ভ্যাট বাদ দেয়া সম্ভব নয়, কারণ তা রাজস্ব আয়ে সহায়তা করে। তবে কিভাবে সবার জন্য সহজ করা যায় এ নিয়ে কাজ করছে সরকার। অনুষ্ঠানে শিক্ষা খাতে বাজেট অপ্রতুল দাবি করে বক্তারা বলেন, কর্মক্ষেত্রের সাথে মিলিয়ে নয়, বাস্তবতার সাথে মিলিয়ে এ খাতে বরাদ্দ দেয়া উচিত।

এ সম্পর্কিত আরও পড়ুন