আর্কাইভ থেকে বাংলাদেশ

আলোচিত ব্যবসায়ী হত্যা : ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া থানার আলোচিত ব্যবসায়ী জানে আলম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়ুব আলীকে (৭০) ২১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গেলো শুক্রবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানার ফতেয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি আয়ুব আলী লোহাগাড়া থানাধীন আমিরাবাদ ইউনিয়নের আমির খান চৌধুরী পাড়ার বাসিন্দা।

শনিবার (১৭ জুন) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

আতিকুর রহমান জানান, ২০০১ সালের নভেম্বর মাসে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে আমিরাবাদ ইউনিয়নের আমিরখান চৌধুরীপাড়া এলাকায় মাহমুদুল হককে হত্যা করা হয়। এ ঘটনার চার মাস পর ২০০২ সালের মার্চে মাহমুদুল হকের বড় ভাই ব্যবসায়ী জানে আলমকেও কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। জানে আলম তার ছোট ভাই মাহমুদুল হক হত্যা মামলার সাক্ষী ছিলেন। আয়ুব আলী ওই দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি একই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে জানে আলম হত্যা মামলায় পলাতক আয়ুব আলীসহ ১২ জনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। পরবর্তী সময়ে হাইকোর্টে আয়ুব আলীসহ ১০ জনের ফাঁসির রায় বহাল রাখেন আদালত।

 

এ সম্পর্কিত আরও পড়ুন