জামায়াত সেক্রেটারিকে দেখানোর আবেদনের শুনানি ২১ জুন
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় ২০২১ সালে দায়ের করা এক মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পল্টন থানার পুলিশ। এ আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২১ জুন দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার (১৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন। গেলো ১৩ জুন পল্টন থানার এ মামলায় জামায়াত সেক্রেটারিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক মো. সালাহ উদ্দিন কাদের। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ঠিক করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট শিশির মনির, কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন আইনজীবী শুনানি করেন। এ সময় তারা আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন। এসময় আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য নতুন দিন ঠিক করেন।