যেভাবে দেখবেন ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ
আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন হবার ছয় মাস পূর্ণ হয়েছে গতকাল। বিশ্বকাপ জয়ের পরেও জয়রথ থেমে নেই আলবিসেলেস্তাদের। ফিফা উইন্ডোতে চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ের পর মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।
আজ সোমবার (১৯ জুন)ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়াম বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
ভারত-বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে ম্যাচটি সম্প্রচার না করবে না। তবে বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচটি অনলাইনে দেখা যাবে। ভিইউস্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্ক’এ সরাসরি দেখা যাবে আর্জেন্টিনার ম্যাচটি।
ইন্দোনেশিয়ার বিপক্ষে আজকের ম্যাচে খেলবেন না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এছাড়াও থাকবেন না ডি মারিয়া ওতামেন্ডিনাও। তাই সবশেষ অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন আলবিসেলেস্তা কোচ লিওনেল স্কালোনি।