ছবি ছাড়া শুধু ফিঙ্গারে জাতীয় পরিচয়পত্র চান আনজুমানের নারীরা
শুধু ফিঙ্গার প্রিন্টের ভিত্তিতে পর্দানশীন নারীদের জন্য এনআইডি দেয়ার ব্যবস্থা রাখার দাবি জানিয়েছে মহিলা আনজুমান দরবার শরীফ রাজারবাগ।
সোমবার (১৯ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সম্মেলনে এ দাবি জানান মহিলা আনজুমানের মুখপাত্র শারমিন ইয়াসমিন।
তিনি বলেন, শুধু মুখের ছবি নেওয়ার কারণে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) আসতে আগ্রহী নয় অনেক নারী। কিন্তু এনআইডি ছাড়া একজন নাগরিক ২২ ধরনের রাষ্ট্রীয় সেবা নিতে পারেন না। তাই, মুখের ছবি না নিয়ে শুধু ফিঙ্গার প্রিন্টের ভিত্তিতে পর্দানশীন নারীদের জন্য এনআইডি দেয়ার ব্যবস্থা রাখার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, প্রস্তাবিত ‘পরিচয় নিবন্ধন আইন ২০২৩’-এ যেন এনআইডির জন্য মুখচ্ছবি বাধ্যতামূলক না করা হয় সেই দাবি করছি। শুধু এনআইডি নয়, রাষ্ট্রের সকল ক্ষেত্রে যেমন অফিস-আদালত, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষার হলে, অপরাধ, দুর্নীতি ও প্রক্সি রুখতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্তকরণ বা হাজিরা চালু করা হোক। কোনো নারীর চেহারা দেখার প্রয়োজন হলে পৃথক স্থানে নারী দিয়েই সহযোগিতার ব্যবস্থা করা জরুরি মনে করি।