কানাডার লিগে খেলার অনুমতি পেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার
কানাডার গ্লোবাল টি-২০ লিগে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। আগামী মাসের ২০ তারিখ থেকে শুরু হতে যাও আসরটিতে শুরু থেকেই খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস।
ইতোমধ্যে এই দুই ক্রিকেটারকে এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সোমবার (১৯ জুন) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এনওসি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকিব-লিটনকে অনুমতি দেয়া প্রসঙ্গে জালাল ইউনুস জানান, “গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে এনওসি নিয়েছে সাকিব। ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এনওসি নিয়েছে সে। অন্যদিকে লিটন এনওসি নিয়েছে ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত।”
কানাডার লিগটির এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আসর। সবশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। ২০ জুলাই থেকে শুরু হওয়া আসরটির ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ আগষ্ট। ১৮ দিনের এই টুর্নামেন্টে সবমিলিয়ে মোট ম্যাচ হবে ২৫টি।