আর্কাইভ থেকে আইন-বিচার

ডা. মুরাদের বিরুদ্ধে ফের মামলার আবেদন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের (ইউটিউবার নাহিদ রেইন্স) নামে ফের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।

আজ সোমবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলার আবেদন করা হয়।

মামলার আবেদন করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের মোহাম্মদ সাইদুর রহমান। তার করা এই আবেদনের প্রেক্ষিতে আদালত বাদীর জবানবনদী গ্রহণের পর নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।

বাদীপক্ষের আইনজীবী আবু ইউসুফ সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর একই আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী মামলার আবেদন করেন। তবে পর দিনই মামলাটির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল।

অনন্যা চৈতী

 

এ সম্পর্কিত আরও পড়ুন