লক ডাউন বাস্তবায়নের চিন্তাভাবনা আছে: স্বাস্থ্যমন্ত্রী
সপ্তাহ খানেক যাবত করোনা রোগীর সংখ্যা আশংকাজনকভাবে বাড়ছে। জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি ) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না, করলে জরিমানা। সংক্রমন বেশি বাড়লে লক ডাউন বাস্তবায়নের চিন্তাভাবনা আছে সরকারের। এছাড়া সবাইকে মাস্ক পড়ার অনুরোধ করেন।
এসময় মন্ত্রী জানান, যানবাহনে অর্ধেক যাত্রী নেয়ার প্রস্তাবনা আছে। রেস্টুরেন্টে সময়সীমা কমিয়ে আনার প্রস্তাবনাও আছে। আগামী সাত দিনের মধ্যে বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নের কাজ শেষ হবে।
স্কুল এখন যেভাবে চলছে সেভাবে চলবে। করোনা সংক্রমণ বাড়লে পরে অন্য সিদ্ধান্ত। এখনো সে রকম পরিস্থিতি হয়নি।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালগুলোকে প্রস্তুত করা হয়েছে। অক্সিজেনসহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। ২০ হাজার শয্যা প্রস্তুত আছে।