আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

গোপনে ভ্যাকসিন নিয়েছেন ট্রাম্প-মেলানিয়া

হোয়াইট হাউস ছাড়ার আগেই করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। 

সোমবার (১ মার্চ) সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের এক উপদেষ্টা এই তথ্য নিশ্চিত করেছেন। 

ট্রাম্পের ওই উপদেষ্টা জানিয়েছেন, জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগেই ট্রাম্প এবং মেলানিয়া করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি।

গত বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান ট্রাম্প। নির্বাচনে জয়ী হয়ে চলতি বছরের ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেন জো বাইডেন। ২০ তারিখের আগেই হোয়াইট হাউস ছাড়েন ট্রাম্প এবং মেলানিয়া।

গত ২১ ডিসেম্বর প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের আগেই জনসম্মুখে ভ্যাকসিন গ্রহণ করেন জো বাইডেন। তার ভ্যাকসিন গ্রহণের দৃশ্য টেলিভিশনে সম্প্রচার করা হয়। তিনি সাধারণ মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করেছেন।

কিন্তু ট্রাম্প গোপনে কেন ভ্যাকসিন দিলেন বা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানালেন না কেন সেটাই প্রশ্ন রয়ে গেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকেও এর আগে ট্রাম্পের ভ্যাকসিন নেয়ার খবর প্রকাশ করা হয়নি।

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন