আর্কাইভ থেকে বাংলাদেশ

নির্বাচনে হতাহতের দায় প্রার্থীদের, ইসির না : সিইসি

রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাওয়ায় কারণেই নির্বাচনে সহিংসতা ঠেকানো যাচ্ছে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতাহতের ঘটনায় নিবার্চন কমিশন (ইসি) দায়ী নয়, প্রার্থীরা এর জন্য দায়ী। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসনে কর্মশালায় এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতাহতের জন্য কমিশন মর্মাহত, তবে এই ঘটনায় প্রশাসনিক দুর্বলতা নেই। প্রার্থী ও সমর্থকদের দ্বন্দ্বের কারণেই সহিংসতা হয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনার মাহবুব মিডিয়াতে নিজের কথা প্রচারের জন্য বলেন। তিনি আসলে কমিশনকে হেয় করার অপচেষ্টা করেন। তিনি গণমাধ্যমে নিজের কথা প্রচারের জন্য মিথ্যাচার করছেন।

এ সময় পরিচয়হীন মানুষদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকারে অন্তর্ভুক্ত করতে হলে আইনি কাঠামো পরিবর্তন করতে হবে, যা সহজ নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

উল্লেখ্য, জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচনে সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে ৯ জন মারা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন