আর্কাইভ থেকে জাতীয়

ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর কুরবানির পশুর হাট

ঈদের আর মাত্র বাকি তিন দিন, অনেকে পছন্দের কুরবানির পশু কিনতে ঘুরছে বিভিন্ন হাটে। তাদের চাহিদা মেটাতে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু, ছাগল, মহিষ নিয়ে রাজধানীর পশুর হাটগুলোতে জড়ো হয়েছেন ব্যাপারীরা।

ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজধানীর কুরবানির পশুর হাটগুলো। চলছে দর দাম। রহমতগঞ্জ পশুর হাটের ক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় এই বছর গরুর দাম বেশি হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা।

তবে  ব্যাবসায়ীদের দাবী সবধরনের গো খাদ্যের দাম বেড়েছে। একারনে গরুর লালন-পালন খরচও দুই গুন বেড়েছে।

এমন পাল্টা-পাল্টি বক্তব্যের মধ্যেই ক্রেতাদের আকর্ষণ করতে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন ব্যাপারীরা। যেমন রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার কলোনী বাজার কোরবানীর পশুর হাট। সেখানে সাদা রাজাবাবু নামের একটি গরু কিনলে ১শ ২০ কেজি ওজনের ২টি খাঁশি ফ্রি দেয়ার অফার দিয়েছেন এই ব্যবসায়ী। গরুটির ওজন ২৫ মণ।

রাজধানীর এই হাটে বড় ,মাঝারি এবং ছোট পর্যাপ্ত কুরবানির পশু রয়েছে। তবে ক্রেতারা বলছেন হাটে পর্যাপ্ত কুরবানির পশু থাকার পরেও দাম ছাড়ছেন না ব্যবসায়িরা। এখানকার বিক্রেতারাও জানিয়েছেন তাদের খরচ বেশী।

খরচ কিংবা দাম কম বেশী যাই হোক না কেন, সময় মতো প্রয়োজনীয় কোরবানীর পশু বেচা-কেনা হবে এমন প্রত্যাশা করছেন ইজারাদাররা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন