আর্কাইভ থেকে ফুটবল

শুরুতে পিছিয়ে পড়া বাংলাদেশের বড় জয়

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হারের পর ‘ডু অর ডাই’ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র ১৭ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে এর পরেই ঘুরে দাঁড়ায় জামাল ভুঁইয়ারা। রাকিব হোসাইন, তারেক কাজী ও মোহাম্মদ মোরসালিনের গোলের ৩-১ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

রোববার বেঙ্গালুরুর শ্রী কান্তিরভা স্টেডিয়াম বাংলাদেশ সময় বিকেল ৪ টায় মুখোমুখি হয় দুই দল। খেলার শুরু থেকে বাংলাদেশ কিছুটা দাপট দেখিয়ে খেলতে থাকলেও ১৭ তম মিনিটে অচমকা গোল হজম করে বসে।

ডি বক্সের বাইরে থেকে হামজা মোহাম্মদের শট আনিচুর রহমান জিকোকে ফাঁকি দিয়ে জালে ঢুকে যায়।  এরপর ম্যাচের ৪২ তম মিনিটে বাংলাদেশকে সময়তায় ফেরান রাকিব হোসেইন।

সমতায় থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে অক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। ৬৭ তম মিনিটে ফলাফলও পেয়ে যায়। তারেক কাজীর হেড মালদ্বীপের জালে পৌঁছে যায়।

এক গোলের লিডে থাকা বাংলাদেশের হয়ে শেষ গোলটি করেন মোহাম্মদ মোরসালিন। ৮৯ তম মিনিটে তাঁর গোলে ৩-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ২০০৩ সালের পর সাফে মালদ্বীপকে হারালো বাংলাদেশ।  এই জয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখলো বাংলাদেশ।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন