বাসায় ঢুকতে না দেয়ায় নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা
রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে ‘অপরিচিত’ এক যুবককে বাসায় ঢুকতে না দেয়ায় দেওয়ান আজিম (৬০) নামে এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত।
রোববার (২৫ জুন) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে নেওয়ার পর ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত দেওয়ান আজিম টাঙ্গাইলের নাগরপুর থানার ডুবুরিয়া গ্রামের মৃত মিজুন মিয়ার ছেলে। তিনি রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের আবাসিক ভবন মিয়া টাওয়ারের (বাসা নং ৫৯) নিরাপত্তাকর্মী ছিলেন। তবে ঘাতক যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
বাসার মালিক মো. ইমাম হোসেন বলেন, রোববার (২৫ জুন) রাত ৩টার দিকে এক যুবক আমার বাসায় জোর করে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মী আজিম তাকে বাধা দেন। ওই যুবক নিরাপত্তাকর্মীর সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে তিনি আজিমকে কুপিয়ে গুরুতর জখম করেন। সেখানেই রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ওই যুবক চলে যান। পরে টের পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এখানে আনার পর চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।