ছিনতাই চক্রের ২১ সদস্য গ্রেপ্তার
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ২১ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব)।
রোববার (২৫ জুন) সকাল থেকে রাত পর্যন্ত র্যাব-১ এর ৬টি আভিযানিক দল গুলশান, বনানী, বাড্ডা, ভাটারা, আবদুল্লাহপুর এবং উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল্লাহ (২৪), রুবেল (২৬), শাওন (২৬), সুমন (২৬), নয়ন ফরায়েজী (৩২), বারেক মিয়া ওরফব ইব্রাহিম (২৮), সায়েম ওরফে চঞ্চল (৪৫), সোহেল হোসেন ওরফে রুবেল (৩১), জুবায়ের আহম্মেদ জুয়েল (২৫), রবি হোসেন (৩২), রাজিব চন্দ্র দাস (১৯), স্বাধীন (১৯), আমিনুল ইসলাম ওরফে শ্যামল (২৮), জুলহাস শেখ (১৯), লালচান (২০), সাব্বির হোসেন (২০), নবী হোসেন (২১), চঞ্চল সরকার (৩১), মোখলেস (২৭), মাঝহারুল (২৪) ও নুর আলম (১৯)।
অভিযানের সময় ছিনতাইকারীদের কাছ থেকে একটি হাতঘড়ি, ১৯টি চাকু, দুটি খুর, ৭টি মোবাইল ফোন, ৭টি সিমকার্ড এবং নগদ ৩৯০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত হতে রাজধানীতে আসা যাত্রীরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরতে পারে সে লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং মলমপার্টি চক্রের বিরুদ্ধে র্যাব-১ এর এমন অভিযান অব্যাহত থাকবে।