আর্কাইভ থেকে ফুটবল

মায়ামিতে যে নম্বরের জার্সি গায়ে জড়াবেন মেসি

দলবদলের নাটকীয়তা শেষে ইউরোপের গল্প চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে খেলবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।  মায়ামিতে তাঁর আগমনের ঘোষণার পর থেকেই পুরো ফুটবল বিশ্বের চোখ এখন মেজর লিগে।

ডেভিড ব্যাকহ্যামের মালিকানাধীন ক্লাবটিতে মেসির অভিষেকের তারিখ ঘোষণা করা হয়েছিল কিছুদিন আগে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ জুলাই মায়ামির জার্সি গায়ে মাঠে নামবেন মেসি।  এবার জানা গেল যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে কত নম্বর জার্সি মেসি পাবেন মেসি।

বার্সেলোনা মেসি মাতিয়েছিলেন ১০ নম্বর জার্সি পরে। একই জার্সি পরে মেসি জয় করেন বিশ্বকাপও। ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইয়ে মেসি খেলতেন ৩০ নম্বর জার্সি পরে। সেখানে মেসির ১০ নম্বর জার্সি না-পাওয়া নিয়ে ফুটবলপ্রেমীদের ভেতর জন্ম নিয়েছিল ক্ষোভ।

229268_1.jpg

তবে মায়ামিতে মেসির জার্সি নম্বর নিয়ে কারো কোনো অভিযোগ থাকছে না। কেননা মায়ামি মেসিকে ১০ নম্বর জার্সিটিই দিচ্ছে।

গত ২৪ জুন মহাতারকার জন্মদিনে মায়ামির শুভেচ্ছাবার্তার এক পোস্টে তেমনই ইঙ্গিত মিলেছে। কালো রঙের ব্যাকগ্রাউন্ডে গ্রাফিটির মতো করে ক্লাবটি লিখেছে ‘ফেলিজে কাম্পলিয়ো-১০।’ স্প্যানিশ শব্দটির অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ‘শুভ জন্মদিন ১০’।

 

এ সম্পর্কিত আরও পড়ুন