জাহানারাকে বাদ দিয়ে নারী দল ঘোষণা বিসিবি’র
আসন্ন কমনওয়েলথ গেমসের বাছাইপর্বকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার জাহানারা আলমের। মূল স্কোয়াডে রাখা না হলেও তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
বাংলাদেশ নারী দল থেকে প্রথমবারের মত বাদ পড়লেন জাহানারা। কেন বাদ পড়লেন সে বিষয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। জাহানারার পরিবর্তে দলে ডাক পেয়েছেন সুরাইয়া আজিম ছন্দা।
১৮ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাছাইপর্বের খেলা। এই বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে মেনিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। চলতি বছরের জুনে শুরু হবে টুর্নামেন্টের মূল আসর।
বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুরাইয়া আজমিম।
স্ট্যান্ডবাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া ও খাদিজা-তুল-কুবরা।
হাসিব মোহাম্মদ