আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশের দল নিয়ে আশাবাদী তামিম

আর মাত্র ১০০ দিন পরেই ভারতে বসতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গ্রুপ পর্বে আগামী ৭  অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আসন্ন ক্রিকেটের এই মেগা আসরে নিজের দল নিয়ে বেশ আশাবাদী টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপকে কঠিন মানলেও তামিম নিজের দল নিয়ে ভালো কিছুর আশাই করছেন, ‘বিশ্বকাপে আমাদের দল নিয়ে আশাবাদী। আমরা ওয়ানডেতে খুব ভালো করছি এবং বাছাইপর্বেও নেতৃত্বস্থানীয় দলগুলোর মধ্যে ছিলাম। দলে অভিজ্ঞতা ও প্রতিভার ভালো মিশেল আছে আর কন্ডিশনও আমাদের চেনা।’

এবার বিশ্বকাপ যেহেতু প্রতিবেশী দেশ ভারতে, সেখানকার ক্রিকেটপ্রেমীদের সমর্থনও আশা করছেন এই টাইগার ওপেনার, ‘ভারতে খেলা সব সময়ই উপভোগ্য। দুর্দান্ত দর্শক ও দারুণ সব স্টেডিয়াম। সেখানকার ক্রিকেটপ্রেমীদেরও খেলাটি নিয়ে জানাশোনা ভালো। আমরা যখনই সেখানে গিয়েছি, দারুণ সমর্থন পেয়েছি।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন