আর্কাইভ থেকে আন্তর্জাতিক

পুলিশের গুলিতে প্রাণ গেল কিশোরের

নির্দেশ অমান্য করায় পুলিশের গুলিতে নিহত হয়েছে ১৭ বছর বয়সী এক কিশোর। মঙ্গলবার (২৭জুন) ফ্রান্সের প্যারিসে এই ঘটনা ঘটে।

বুধবার (২৮ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্যারিসে সড়কে পুলিশের নির্দেশ অমান্য করায় ওই তরুণকে গুলি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দুই পুলিশ কর্মকর্তা একটি গাড়ি থামিয়ে ড্রাইভারের সঙ্গে কথা বলছেন। এক পর্যায়ে গাড়িটি তাদের নির্দেশ অমান্য করে দ্রুত স্থান ত্যাগ করে। এতে আইনশৃঙ্খলাবাহিনী তৎক্ষণাৎ গুলি ছুড়লে গাড়ির চালক গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর ঘটনাস্থলে দ্রুত জরুরিকর্মীরা ছুটে এলেও ওই কিশোরকে বাঁচানো যায়নি।

প্রতিবেদনে বলা হয়, গাড়িটিতে দুই জন ব্যক্তি ছিলেন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান, অন্যজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ ফরাসি টেলিভিশন স্টেশন বিএফএমটিভিকে বলেন, ওই পুলিশ সদস্যের কাজ প্রশ্ন তুলেছে। এ জন্য তাকে শাস্তি দেয়া হতে পারে।

এদিকে এ ঘটনার পর দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন সংসদে বলেন, যে দুইজন পুলিশ অফিসার এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে খুবই মর্মাহত হয়েছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বছর ট্রাফিক পুলিশের নির্দেশ অমান্য করায় গুলিতে রেকর্ড ১৩ জনের মৃত্যু হয়। এরপর চলতি বছরে এ নিয়ে এরকম দুটি ঘটনা ঘটলো।

এ সম্পর্কিত আরও পড়ুন