আর্কাইভ থেকে ফুটবল

জামালদের ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিলেন সালাউদ্দিন

১৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ২০০৯ সালের পর বাংলাদেশের এই সাফল্যে আনন্দে ভাসছে ফুটবল প্রেমীরা।

বুধবার (২৮ জুন) ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে জামাল ভুঁইয়ারা। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের রানার্সআপ হয়ে সেমিতে পা রেখেছে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের সেমিফাইনালে ওঠা হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এরই মধ্যে ১ কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৮ জুন) ম্যাচ শেষে বাফুফের অন্যতম সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, 'বাংলাদেশ দল সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ায় আমাদের সভাপতি ৫০ লাখ টাকা এবং ফাইনালে উঠতে পারলে আরও ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন।'

বাফুফে সভাপতির এই ঘোষণা জামাল ভূঁইয়াদের সেমিফাইনালে আরও বেশি ভালো খেলতে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস বাফুফের শীর্ষ কর্তাদের।

এ সম্পর্কিত আরও পড়ুন