আর্কাইভ থেকে বাংলাদেশ

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ছাড়ালো দেড় লাখ

মহামরি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে দিন দিন সারাবিশ্বে বাড়ছে সংক্রমণ। মারা যাচ্ছেন কত শত মানুষ। মৃতের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, ভারত এবং পেরুর পর সপ্তম অবস্থানে আছে যুক্তরাজ্য। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনায় মারা গেছে যুক্তরাজ্যে। এদেশে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। 

গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন আক্রান্তের মিছিলে যোগ হচ্ছেন লক্ষাধিক মানুষ। শুধু গত এক সপ্তাহে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২৭ হাজার ২৮৮ জন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৭১ জন। যা আগের সপ্তাহের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

গতকাল শনিবার (৮ জানুয়ারি) নতুন করে আরও ৩১৩ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৭ জনে। 

দেশটিতে ৮ জানুয়ারি পর্যন্ত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৮১৫ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৭৬ লক্ষ ৩২ হাজার ৪৮৩ জন। তৃতীয় ডোজ (বুস্টার) নিয়েছেন ৩ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৯৪৫ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন