বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানালো আর্জেন্টিনা ফুটবল দল
আর্জেন্টিনার দীর্ঘ অপেক্ষার অবসানের বিশ্বকাপ জয়ের সময় বাংলাদেশিদের কাছ থেকে বড় সমর্থন পেয়েছিল। যার প্রতিদান হিসেবে আগেও অনেক কিছু করে দেখিয়েছে লিওনেল মেসিরা। এবার পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশকে ‘ইদ মোবাররক জানাল ল্যাতিন আমেরিকার দেশটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়।
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, রদ্রিগো দি পল ও আনহেল দি মারিয়ার ছবি সংবলিত একটি কার্ড শেয়ার করে এই শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় জানানো হয়, বাংলাদেশের সব প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।